কৃষি বিজ্ঞান কেন্দ্রে ড্রাইভার নিয়োগ

Krishi Vigyan Kendra Recruitment
Krishi Vigyan Kendra Recruitment

বন্ধুরাwww.apnajobhire.inএ আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন ক্ষেত্র থেকে গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে হাজির হয় । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত খবরের তথ্য নিয়ে হাজির হলাম।

আমাদের Whatsapp গ্রুপJoin Now
আমাদের Telegram গ্রুপJoin Now

চাকরি প্রার্থীদের জন্য সুখবর । ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গের যেকোনো জেলার বাসিন্দা এই পদের জন্য আবেদন করতে পারবেন। । কৃষি ভবন কেন্দ্র, কল্যাণের তরফে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । । চলুন দেখে নেওয়া যাক পদের নাম, যোগ্যতা, বয়স, আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য ।

বিজ্ঞপ্তি নাম্বার –

KVK/Rect.01/2023-24

পদের নাম –

ড্রাইভার (Driver ) ।

শিক্ষাগত যোগ্যতা-

প্রার্থীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করতে হবে । বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ।

বয়সসীমা –

প্রার্থীর বয়স হতে হবে ১৮ – ৩০ বছর ।

বেতন –

মাসিক বেতন ৫,২০০ – ২০,২০০ টাকা ।

পদের নাম –

স্কিল সাপোর্ট স্টাফ (Skilled Support Staff )।

শিক্ষাগত যোগ্যতা-

প্রার্থীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করতে হবে । যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আই.টি.আই পাশ করতে হবে ।

বয়সসীমা –

প্রার্থীর বয়স হতে হবে ১৮ – ২৫ বছর ।

বেতন –

মাসিক বেতন ৫,২০০ – ২০,২০০ টাকা ।

আবেদন পদ্ধতি –

এই সমস্ত পদের জন্য আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে । এর জন্য আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। আপনাদের সুবিধার জন্য নিচে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া হল ।

আবেদন ফি –

আবেদন ফি হিসাবে ২০০ টাকা জমা করতে হবে ব্যাঙ্কের, NEF’T/ RTGS মাধ্যমে । আবেদন ফি জমা করার জন্য নিচের ব্যাংক অ্যাকাউন্টের তথ্যে । আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখুন ।

ব্যাংক ডিটেলস –

Bank details:

Account Name: Kalyan Krishi Vigyan Kendra,President

Account No: 0742010104219

Bank details: Punjab National Bank

Branch Name: Vivekananda Nagar

IFSC Code: PUNB0074220

আবেদনের শেষ তারিখ –

আবেদনের শেষ তারিখ ১৬ জুলাই ২০২৩ তারিখ ।

অফিসিয়াল ওয়েবসাইট – Click Here

আমাদের Whatsapp গ্রুপJoin Now
আমাদের Telegram গ্রুপJoin Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top