RBU Recruitment : রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

RBU Recruitment
RBU Recruitment

RBU Recruitment : বন্ধুরাwww.apnajobhire.inএ আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন ক্ষেত্র থেকে গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে হাজির হয় । আজ আপনাদের জন্য বাস্তু সংক্রান্ত খবরের তথ্য নিয়ে হাজির হলাম।

আমাদের Whatsapp গ্রুপJoin Now
আমাদের Telegram গ্রুপJoin Now

RBU Recruitment

সমস্ত বেকার যুবক – যুবতীদের কাছে একটি বিরাট সুখবর । এই পদে আবেদন করতে ভারতীয় নাগরিক হতে হবে । পশ্চিমবঙ্গের যেকোনো জেলার বাসিন্দা এই পদের জন্য আবেদন করতে পারবেন । সমস্ত চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবে । রবীন্দ্র ভারত ইউনিভার্সিটিতে (RABINDRA BHARATI UNIVERSITY) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । চলুন দেখে নেওয়া যাক পদের নাম, যোগ্যতা, বয়স, আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য ।

বিজ্ঞপ্তি নাম্বার –

Estt/8323/2023

পদের নাম –

ডেপুটি রেজিস্টার ( deputy register )

শিক্ষাগত যোগ্যতা –

এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৫৫ % নাম্বার পেয়ে স্নাতকোত্তর পাস করতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে । আরো বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখুন ।

বয়স –

এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। প্রার্থীদের বয়সের হিসাব করা হবে ০১/০১/২০২৩ তারিখ অনুসারে

আরও পড়ুন – আয়ুষ প্রকল্পে প্রচুর কর্মী নিয়োগ

বেতন –

এই পদের মাসিক বেতন ৭৯,৮০০ টাকা

নিয়োগ পদ্ধতি –

এই পদে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে । সেক্ষেত্রে কর্তৃপক্ষ সিধান্ত নেবে যে কত জনকে ডাকা হবে ।

আবেদন পদ্ধতি –

এই পদে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে । সে ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পদ্ধতি ডাউনলোড করতে হবে । সমস্ত প্রয়োজনীয় তথ্য প্রদান করে আবেদন পত্রটি যথাযথভাবে পূরণ করতে হবে। আবেদনপত্রের সাথে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টের সাথে স্বপ্রত্যায়িত জেরক্স যুক্ত করতে হবে। তারপর আবেদন পত্রসহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস একটি খামের মধ্যে ভরতে হবে । তারপর সেটিকে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট তারিখের মধ্যে স্পিড পোস্ট অথবা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে।

আবেদন ফি –

জেনারেল এবং ওবিসি প্রার্থীদের জন্য ১০০০ টাকা আবেদন ফি লাগবে । SC/ST প্রার্থীদের জন্য ৫০০ টাকা আবেদন ফি লাগবে। আবেদন কি জমা করতে হবে ডিমান্ড ড্রাফের মাধ্যমে । ডিমান্ড ড্রাফট কাটতে হবে in favour of Rabindra Bharati University payable ‘Kolkata’ .

আবেদনের শেষ তারিখ –

এই পদে আবেদনের শেষ তারিখ ১২/০৯/২০২৩ । সকাল ১১ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত ছুটির দিন ব্যতীত আবেদনপত্র জমা নেওয়া হবে ।

আরও পড়ুন – ভারত ইলেকট্রনিকে প্রচুর কর্মী নিয়োগ

আবেদনপত্র পাঠানো ঠিকানা –

“The Registrar,

Emerald Bower Campus,

56A,

B.T. Road,

Kolkata – 700 050”

গুরুত্বপূর্ণ লিংক

অফিসিয়াল ওয়েবসাইট – Click Here
অফিসিয়াল বিজ্ঞপ্তি – Download Now
আমাদের Whatsapp গ্রুপJoin Now
আমাদের Telegram গ্রুপJoin Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top