Recruitment in University : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মহিলাদের জন্য কাজের সুযোগ

Recruitment in University
Recruitment in University

Recruitment in University : বন্ধুরাwww.apnajobhire.inএ আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন ক্ষেত্র থেকে গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে হাজির হয় । আজ আপনাদের জন্য বাস্তু সংক্রান্ত খবরের তথ্য নিয়ে হাজির হলাম।

আমাদের Whatsapp গ্রুপJoin Now
আমাদের Telegram গ্রুপJoin Now

সমস্ত বেকার যুবক-যুবতীদের কাছে একটি বিরাট সুখবর । এই পদে আবেদন করতে ভারতীয় নাগরিক হতে হবে । পশ্চিমবঙ্গের যেকোনো জেলার বাসিন্দা এই পদের জন্য আবেদন করতে পারবেন। সমস্ত চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মহিলা হস্টেলের জন্য রয়েছে কাজের সুযোগ। চলুন দেখে নেওয়া যাক পদের নাম, যোগ্যতা, বয়স, আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য ।

পদের নাম –

এই পদের নাম লেডি হোস্টেল সুপারিনটেন্ডেট (Lady Hostel Superintendent ) ।

শিক্ষাগত যোগ্যতা-

এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক পাশ করতে হবে । পাঁচ বছরের হোস্টেল ম্যানেজমেন্টে কাজের অভিজ্ঞতা থাকতে হবে । আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখুন ।

আরও পড়ুন –সরকারি সংস্থায় কর্মী নিয়োগ

বয়সসীমা –

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৫৫ বছরের মধ্যে ।

বেতন –

এই পদে প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে ২০,০০০ টাকা ।

নিয়োগ পদ্ধতি –

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে প্রার্থী বাছাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে ।ইন্টারভিউয়ের পূর্বে স্ক্রিনিং করা হবে ।

আবেদন পদ্ধতি –

এই পদের জন্য আবেদন করতে হবে অফলাইনে । সেক্ষেত্রে নিচের ধাপ গুলি অনুসরণ করুন ।

১) এই পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীকে প্রথমে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে । আপনাদের সুবিধার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিংক নিচে দিয়ে দেওয়া হল ।

২) সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে ।

আরও পড়ুন –সরকারি সংস্থায় মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ

৩) মূল আবেদনপত্রের আরও ৬ টি কপি জেরক্স করে আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে ।

৪) আবেদনপত্রটি পূরণ করে আবেদনপত্রের সাথে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টের স্বপ্র্ত্যয়িত জেরক্স যুক্ত করতে হবে ।

৫) আবেদন ফি জমা করতে হবে । ফি জমা করার পর পেমেন্ট কপি আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে ।

৬) এবার আবেদন পত্র ও সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টের জেরক্স মুখ বন্ধ খামে ভরতে হবে । খামের উপর পদের নাম ও বিজ্ঞপ্তি নাম্বার লিখে দিতে হবে ।

8) তারপর সেটিকে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট ঠিকানার পাঠিয়ে দেন । নিচে ঠিকানা ও আরও বিস্তারিত তথ্যের জন্য অফিশিয়াল নোটিফিকেশন দেখুন ।

আবেদন ফি –

আবেদন ফি জমা করতে হবে ২৫০ টাকা ।

আবেদনের শেষ তারিখ –

এই পদের আবেদনের শেষ তারিখ ৩১/০৮/২০২৩ ।

আরও পড়ুন –এইমস হসপিটালে কর্মী নিয়োগ

আবেদনপত্র পাঠানোর ঠিকানা –

Registrar,

Jadavpur University,

Aurobindo Bhavan,

188,

Raja S.C. Mallick Road,

Jadavpur,

Kolkata – 700 032

গুরুত্বপূর্ণ লিংক

অফিসিয়াল ওয়েবসাইট – Click Here

অফিসিয়াল বিজ্ঞপ্তি – Click Here

আমাদের Whatsapp গ্রুপJoin Now
আমাদের Telegram গ্রুপJoin Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top