টাটা ইনস্টিটিউটে কর্মী নিয়োগ

TIFR Recruitment 2023
TIFR Recruitment 2023

বন্ধুরাwww.apnajobhire.inএ আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন ক্ষেত্র থেকে গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে হাজির হয় । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত খবরের তথ্য নিয়ে হাজির হলাম।

আমাদের Whatsapp গ্রুপJoin Now
আমাদের Telegram গ্রুপJoin Now

চাকরি প্রার্থীদের জন্য সুখবর । ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গের যেকোনো জেলার বাসিন্দা এই পদের জন্য আবেদন করতে পারবেন। । টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ সেন্টারের তরফে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । চলুন দেখে নেওয়া যাক পদের নাম, যোগ্যতা, বয়স, আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য ।

পদের নাম –

ক্লার্ক (Clerk Trainee) ।

শিক্ষাগত যোগ্যতা-

প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন পাশ করতে হবে । এছারা কম্পিউটারে টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার জ্ঞান থাকতে হবে ।

বয়সসীমা –

প্রার্থীর বয়স হতে হবে ২৮ বছর ।

বেতন –

মাসিক বেতন দেওয়া হবে ২২,০০০ টাকা ।

পদের নাম –

লাইব্রেরী (Library Trainee) ।

শিক্ষাগত যোগ্যতা-

প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন (Science Preferable) পাশ করতে হবে । এছাড়া B. Lib পাশ করতে হবে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ।

বয়সসীমা –

প্রার্থীর বয়স হতে হবে ২৮ বছর ।

বেতন –

মাসিক বেতন দেওয়া হবে ২২,০০০ টাকা ।

পদের নাম –

ইঞ্জিনিয়ার( Engineer Trainee ) ।

শিক্ষাগত যোগ্যতা-

প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে B.Tech / BE করতে হবে ।

বয়সসীমা –

প্রার্থীর বয়স হতে হবে ২৮ বছর

বেতন –

মাসিক বেতন দেওয়া হবে ৩৫,০০০ টাকা ।

পদের নাম –

টেম্পোরারি অ্যাসিস্টেন্ড (Temporary Scientific Assistant B) ।

শিক্ষাগত যোগ্যতা-

প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৬০% নাম্বার পেয়ে গ্রাজুয়েশন পাশ করতে হবে অথবা পোস্ট গ্র্যাজুয়েট (Library/Information Science) করতে হবে । কম্পিউটারে চালানোর জ্ঞান থাকতে হবে । ল্যাবটারি কাজে ১- ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।

বয়সসীমা –

প্রার্থীর বয়স হতে হবে ২৮ বছর ।

বেতন –

মাসিক বেতন দেওয়া হবে ৫৫,৬০০ টাকা ।

আবেদন পদ্ধতি –

এই পদের জন্য আবেদন করতে হবে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে । তারপর আবেদনপত্রটি প্রিন্ট আউট করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে অফলাইনের মাধ্যমে । আপনাদের সুবিধার জন্য নিচে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া হল । আবেদনপত্র পাঠানোর ঠিকানা নিচে দেওয়া হল ।

আবেদনের শেষ তারিখ –

অনলাইনে আবেদনের শেষ তারিখ ১০ জুলাই ২০২৩ তারিখ । আবেদন পত্র পাঠানোর শেষ তারিখ ১৫ জুলাই ২০২৩ তারিখের মধ্যে ।

ঠিকানা –

Tata Institute of Fundamental Research

Centre For Applicable Mathematics

Post Bag No 6503,

GKVK Post Office

Sharada Nagar,

Chikkabommsandra

Bangalore 560065Karnataka, India

অফিসিয়াল ওয়েবসাইট – Click Here

আমাদের Whatsapp গ্রুপJoin Now
আমাদের Telegram গ্রুপJoin Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top