দূরদর্শনে কাজের সুযোগ

Doordarshan Job Vacancy
Doordarshan Job Vacancy

বন্ধুরাwww.apnajobhire.inএ আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন ক্ষেত্র থেকে গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে হাজির হয় । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত খবরের তথ্য নিয়ে হাজির হলাম।

আমাদের Whatsapp গ্রুপJoin Now
আমাদের Telegram গ্রুপJoin Now

চাকরি প্রার্থীদের জন্য সুখবর । ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গের যেকোনো জেলার বাসিন্দা এই পদের জন্য আবেদন করতে পারবেন। । কলকাতা দূরদর্শন, আকাশবাণী এবং শিলিগুড়ির আকাশবাণীতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্রসার ভারতীর তরফে। । চলুন দেখে নেওয়া যাক পদের নাম, যোগ্যতা, বয়স, আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য ।

বিজ্ঞপ্তি –

A-10/016/15/2023-TM&SO

পদের নাম –

কস্ট ট্রেনি (শিক্ষানবিশ) পদে ।

শূন্যপদ –

এই পদের মোট শূন্যপদ ৬ টি । কলকাতায় ৪ টি শূন্যপদ ও শিলিগুড়িতে ২ টি শূন্যপদ রয়েছে ।

শিক্ষাগত যোগ্যতা-

প্রার্থীকে ইন্সটিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া (ইকমাই) থেকে সিএমএ ইন্টারমিডিয়েট এগজ়ামে পাশ করতে হবে ন্যূনতম ৬০% নাম্বার পেয়ে । প্রার্থীদের কাজে নিযুক্ত করা হবে পূর্ণ সময়ের জন্য চুক্তির ভিত্তিতে । এই পদে প্রশিক্ষণের সঙ্গে স্টাইপেন পাওয়া যায় না ।

বেতন –

প্রার্থীদের প্রবেশনের ভিত্তিতে বেতন দেওয়া হবে । তিন বছরের প্রবেশন দেওয়া হবে । প্রথম , দ্বিতীয় , তৃতীয় বছরে নিযুক্তদের মাসিক স্টাইপেনের পরিমাণ হবে প্রথম বছর ১০,০০০ টাকা , দ্বিতীয় বছরে ১২,৫০০ টাকা, তৃতীয় বছরে ১৫,০০০ টাকা ।

নিয়োগ পদ্ধতি –

প্রার্থী নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা অথবা ইন্টারভিউয়ের মাধ্যমে ।

আবেদন পদ্ধতি –

ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে । অফলাইনে কোনরকম ভাবে আবেদন করা সম্ভব নয় । ইচ্ছুক প্রার্থীরা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে । আপনাদের সুবিধার জন্য নিচে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া হল ।

আবেদনের শেষ তারিখ –

প্রার্থীদের আবেদন করতে হবে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের পর । বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ০৩/০৭/২০২৩ তারিখ সেই হিসাব মত আবেদনের শেষ তারিখ ১৮ জুলাই ২০২৩ ।

যোগাযোগ –

যোগাযোগ করতে পারেন এই ইমেল আইডি তে hrcpbs@prasarbharati.gov.in

অফিসিয়াল ওয়েবসাইট – Click Here

আমাদের Whatsapp গ্রুপJoin Now
আমাদের Telegram গ্রুপJoin Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top