একলব্য মডেল স্কুলে কর্মী নিয়োগ

Eklavya Model School Recruitment 2023
Eklavya Model School Recruitment 2023

বন্ধুরাwww.apnajobhire.inএ আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন ক্ষেত্র থেকে গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে হাজির হয় । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত খবরের তথ্য নিয়ে হাজির হলাম।

আমাদের Whatsapp গ্রুপJoin Now
আমাদের Telegram গ্রুপJoin Now

চাকরি প্রার্থীদের জন্য সুখবর । ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গের যেকোনো জেলার বাসিন্দা এই পদের জন্য আবেদন করতে পারবেন। । একলব্য মডেল স্কুলে ৪,০৬২ টি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । চলুন দেখে নেওয়া যাক পদের নাম, যোগ্যতা, বয়স, আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য ।

পদের নাম –

ল্যাব অ্যাটেন্ড্যান্ট ।

শূন্যপদ –

৩৭৩ টি ।

শিক্ষাগত যোগ্যতা-

প্রার্থীকে মাধ্যমিক পাশ করতে হবে । অথবা সায়েন্স শাখায় উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে তাহলেও এই পদের জন্য আবেদন করতে পারবে । এছাড়া ল্যাবরেটরি টেকনিক্সের সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স করতে হবে ।

বয়স –

প্রার্থীর বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে ।

বেতন –

মাসিক বেতন ১৮,০০০ – ৫৬,৯০০ টাকা ।

পদের নাম –

জুনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্টেন্ড ।

শূন্যপদ –

৭৫৯ টি ।

শিক্ষাগত যোগ্যতা-

প্রার্থীকে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে । কম্পিউটারে ইংরাজি টাইপিংয়ে মিনিটে কমপক্ষে ৩৫ টি শব্দ তুলতে হবে ।

বয়স –

প্রার্থীর বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে ।

বেতন –

মাসিক বেতন ১৯,৯০০ – ৬৩,২০০ টাকা ।

পদের নাম –

এই পদের নাম পোস্ট গ্র্যাজুয়েট টিচার ।

শিক্ষাগত যোগ্যতা-

প্রার্থীকে পোস্ট গ্র্যাজুয়েট করতে হবে ।

বয়স –

প্রার্থীর বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে

বেতন –

মাসিক বেতন ৩৫,৪০০ – ১,১২,৪০০ টাকা ।

পদের নাম –

অ্যাকাউন্ট্যান্ট ।

শূন্যপদ –

৩৬১ টি ।

শিক্ষাগত যোগ্যতা-

প্রার্থীকে কমার্স শাখায় গ্র্যাজুয়েট করতে হবে ।

বয়স –

প্রার্থীর বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে ।

বেতন –

মাসিক বেতন ৩৫,৪০০ – ১,১২,৪০০ টাকা ।

নিয়োগ পদ্ধতি –

প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে

আবেদন পদ্ধতি –

ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে । সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে । আপনাদের সুবিধার জন্য নিচে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া হল ।

পরীক্ষা ফি –

পোস্ট গ্র্যাজুয়েট পদের পরীক্ষা ফি ১,৫০০ টাকা । আরও অন্যান্য পদের পরীক্ষা ফি ১,০০০ টাকা ।

আবেদনের শেষ তারিখ –

আবেদনের শেষ তারিখ ৩১ জুলাই ২০২৩ ।

অফিসিয়াল ওয়েবসাইট – Click Here

আমাদের Whatsapp গ্রুপJoin Now
আমাদের Telegram গ্রুপJoin Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top