LIC Policy Plans : LIC-র এই স্কিমে বেশ কয়েকবছর প্রিমিয়াম না দিয়েও পান প্রচুর টাকা রিটার্ন

LIC Policy Plans : বন্ধুরাwww.apnajobhire.inএ আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন ক্ষেত্র থেকে গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে হাজির হয় । আজ আপনাদের জন্য LIC – র স্কিম সংক্রান্ত খবরের তথ্য নিয়ে হাজির হলাম।

আমাদের Whatsapp গ্রুপJoin Now
আমাদের Telegram গ্রুপJoin Now

LIC – র নানান স্কিমে টাকা বিনিয়োগ করতে পছন্দ করে দেশের নানান মানুষ। দেশের সব থেকে বড় সরকারি বীমা কোম্পানি হচ্ছে LIC (Life Insurence Corporation of India)। এই LIC –র একটি জনপ্রিয় স্কিম হচ্ছে জীবন আজাদ পলিসি। এই পলিসিটি দারুন নাম করা একটি পলিসি। ইতিমধ্যে এই পলিসি খুব সাড়া ফেলেছে। এই স্কিমটি লঞ্চ হওার ১০-১৫ দিনের মাথায় কমপক্ষে ৫০,০০০ হাজার জীবন আজাদ পলিসি বিক্রি হয়েছে। LIC-র চেয়ারম্যান M.R.Kumar ভার্চুয়াল প্রেস মিটে এই তথ্যটি জানিয়েছেন। এই পলিসিটি হল নন- পার্টিসিপেটিং বীমা স্কিম। LIC এই স্কিমটি চলতি বছরের শুরুতে চালু করেছেন।জানুয়ারি মাসে এই স্কিমটি চালু করা হয়। এই স্কিমে সমস্ত ব্যক্তি যেকোনো বয়সে টাকা বিনিয়োগ করতে পারবে। দেশের প্রচুর মানুষ LIC-র স্কিমে টাকা রাখেন।

নিশ্চিত রিটার্ন –

এই স্কিমে প্রিমিয়াম পরিশোধ করার সময় হল মাইনাস ৮ বছর। এছাড়া কোন ব্যক্তি যদি ১৮ বছরের পলিসির মেয়াদ বেছে নিয়ে থাকে তাহলে সেই ব্যক্তিকে শুধুমাত্র ১০ বছরের (১৮-৮) জন্য প্রিমিয়াম দিতে হবে।এই স্কিমে নিশ্চিত রাশি সর্বনিম্ন ২ লক্ষ টাকা আর সর্বউচ্চ হচ্ছে ৫ লক্ষ টাকা। এই পলিসিটি ১৫ থেকে ২০ বছরের জন্য নেওয়া যাবে।

এছাড়া ৯০ দিন থেকে শুরু করে যাদের বয়স ৫০ বছরের মধ্যে তাদের যেকোনো ব্যক্তি এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন। আপনি LIC – র এই স্কিমটি নিতে চাইলে পিলিসি হোল্ডার বার্ষিক, অর্থ- বার্ষিক, ত্রৈমাসিক ও মাসিক ভিত্তিতে প্রিমিয়া দিতে পারেন। মেয়াদপূর্ণ হলে পলিসি হোল্ডাররা নিশ্চিত রিটার্ন পাবে।

আরও পড়ুন- এলআইসির এই স্কিমে বিনিয়োগ করলেই পাবেন ৫০ লাখ টাকা

LIC নেট প্রিমিয়াম –

LIC-র চেয়ারম্যান M.R.Kumar বলেন যে LIC গ্যারান্টিযুক্ত স্কিমে মনোনিবেশ করছে। এর কারন হচ্ছে তারা পলিসি হোল্ডারদের হাই মার্জিন প্রদান করেন। এছাড়া সাংবাদিক বৈঠকে তিনি বলেন যে, ৩১ ডিসেম্বর ২০২২-এ শেষ হওয়া ত্রৈমাসিকে LIC-র নেট লাভ অনেকখানি বেরেছে। ডিসেম্বর ত্রৈমাসিকে LIC-র অনেক মুনাফা বেড়েছে। ত্রৈমাসিকে LIC-র ৬,৩৩৪ কোটি টাকার মুনাফা বেড়েছে। যেটি এক বছর আগে ছিল ২৩৫ কোটি টাকা। এছাড়া LIC-র নেট প্রিমিয়াম আয়ও বেড়েছে। LIC-র নেট প্রিমিয়াম আয় 3FY22-র 97620 কোটি টাকার তুলনায় Q3FY23 –তে বেড়ে ১.১ লক্ষ টাকা হয়েছে।

আমাদের Whatsapp গ্রুপJoin Now
আমাদের Telegram গ্রুপJoin Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top