BECIL Career : সরকারি সংস্থায় কর্মী নিয়োগ

BECIL Career : বন্ধুরাwww.apnajobhire.inএ আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন ক্ষেত্র থেকে গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে হাজির হয় । আজ আপনাদের জন্য বাস্তু সংক্রান্ত খবরের তথ্য নিয়ে হাজির হলাম।

আমাদের Whatsapp গ্রুপJoin Now
আমাদের Telegram গ্রুপJoin Now

BECIL Career

সমস্ত বেকার যুবক-যুবতীদের কাছে একটি বিরাট সুখবর । এই পদে আবেদন করতে ভারতীয় নাগরিক হতে হবে । পশ্চিমবঙ্গের যেকোনো জেলার বাসিন্দা এই পদের জন্য আবেদন করতে পারবেন। সমস্ত চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবে। BECIL (BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED ) এর তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । চলুন দেখে নেওয়া যাক পদের নাম, যোগ্যতা, বয়স, আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য ।

বিজ্ঞপ্তি নাম্বার –

339

পদের নাম –

এই পদটির নাম হল কারপেন্টার (Carpenter) ।

শূন্যপদ –

এই পদের মোট শূন্যপদ ১ টি ।

শিক্ষাগত যোগ্যতা-

এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করতে হবে । এছাড়া আইটিআই এর সার্টিফিকেট থাকতে হবে । আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখুন ।

আরও পড়ুন – সরকারি সংস্থায় মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ

বয়সসীমা –

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের ৩৫ বছর পর্যন্ত বয়স হতে হবে ।

বেতন –

সরকারের নুন্যতম বেতনের নিয়ম অনুসারে বেতন দেওয়া হবে ।

পদের নাম –

এই পদটির নাম হল মেসন (Mason) ।

শূন্যপদ –

এই পদের মোট শূন্যপদ ১ টি ।

শিক্ষাগত যোগ্যতা-

এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করতে হবে । এছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে আইটিআই এর সার্টিফিকেট থাকতে হবে । আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখুন ।

বয়সসীমা –

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের ৪২ বছর পর্যন্ত বয়স হতে হবে ।

আরও পড়ুন – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগ

বেতন –

সরকারের নুন্যতম বেতনের নিয়ম অনুসারে বেতন দেওয়া হবে ।

পদের নাম –

এই পদটির নাম হল সেওয়ার ম্যান (Sewer Man) ।

শূন্যপদ –

এই পদের মোট শূন্যপদ ২ টি ।

শিক্ষাগত যোগ্যতা-

এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করতে হবে । এছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে আইটিআই এর সার্টিফিকেট থাকতে হবে । আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখুন ।

বয়সসীমা –

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের ৩৫ বছর পর্যন্ত বয়স হতে হবে ।

বেতন –

সরকারের নুন্যতম বেতনের নিয়ম অনুসারে বেতন দেওয়া হবে ।

আরও পড়ুন – এইমস হসপিটালে কর্মী নিয়োগ

পদের নাম –

এই পদটির নাম হল পেন্টার (Painter) ।

শূন্যপদ –

এই পদের মোট শূন্যপদ ১ টি ।

শিক্ষাগত যোগ্যতা-

এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করতে হবে । এছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে আইটিআই এর সার্টিফিকেট থাকতে হবে । আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখুন ।

বয়সসীমা –

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের ৪২ বছর পর্যন্ত বয়স হতে হবে ।

বেতন –

সরকারের নুন্যতম বেতনের নিয়ম অনুসারে বেতন দেওয়া হবে ।

নিয়োগ পদ্ধতি –

আবেদনের ভিত্তিতে শর্ট লিস্ট প্রার্থীদের স্কিল টেস্ট/ ইন্টারভিউের মাধ্যমে নিয়োগ করা হবে ।

আবেদন পদ্ধতি –

এই পদের জন্য প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে । সেক্ষেত্রে নিচের ধাপ গুলি অনুসরণ করুন ।

১) এই পদে আবেদন করার জন্য প্রথমে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে । আপনাদের সুবিধার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিংক নিচে দিয়ে দেওয়া হল ।

২) তারপর ওয়েবসাইটে গিয়ে ‘Career’ অপশনে যেতে হবে ।

৩) ‘Registration From (Online Apply)’ অপশনে ক্লিক করতে হবে ।

৪) ‘New Registration’ অপশনে ক্লিক করতে হবে ।

আরও পড়ুন – অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসে কর্মী নিয়োগ

৫) এরপর ‘STEP 1 – APPLICATION FORM’ খুলে যাবে । ওখান থেকে ‘ADVERTISEMENT NO’ সেলেক্ট করতে হবে ।

৫) এরপর ধাপে ধাপে নিজের সমস্ত তথ্য প্রদান করে আবেদন সম্পূর্ণ করতে হবে ।

আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখুন ।

আবেদনের শেষ তারিখ –

এই পদের আবেদনের শেষ তারিখ ১৭ জুলাই ২০২৩ তারিখ । ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে এই তারিখের মধ্যে ।

যোগাযোগ –

যেকোনো ধরনের সাহায্যের জন্য যোগাযোগ করুন নিজের নাম্বার ও ইমেল আইডিতে –

techquery11@gmail.com

sanyogita@becil.com

0120-4177860

গুরুত্বপূর্ণ লিংক

অফিসিয়াল ওয়েবসাইট – Click Here

অফিসিয়াল বিজ্ঞপ্তি – Click Here

অনলাইন আবেদন – Download Now

আমাদের Whatsapp গ্রুপJoin Now
আমাদের Telegram গ্রুপJoin Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top