Highest FD Interest Rates : এই স্কিমে টাকা রাখলে ঝরের গতিতে বাড়বে টাকা

Highest FD Interest Rates
Highest FD Interest Rates

Highest FD Interest Rates : আপনি কী ব্যাংকে টাকা ফিক্সড ডিপোজিট করতে চান? তাহলে এইমাত্র প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।এই বছরেই কিছু ব্যাংকের গ্রাহকেরা পাচ্ছেন সঞ্চয়ের উপর দারুন সুদের হার।বিশেষত,বেশীর ভাগ মানুষই ব্যাংকের Fixed Deposit বা FD তে টাকা সঞ্চয় করে থাকেন।তাদের জন্য রয়েছে সুখবর। সম্প্রতি কানাড়া ব্যাংকের তরফে ব্যাংক গ্রাহকদের জন্য দারুন এক সুবিধা দেওয়ার কথা জানানো হয়েছে। কত টাকা বা কত দিনের উপর কত শতাংশ সুদ মিলবে জানেন কী? সব তথ্য জানুন এখানে।

আমাদের Whatsapp গ্রুপJoin Now
আমাদের Telegram গ্রুপJoin Now

Fixed Deposit এর জন্য ৬৬৬ দিনের মেয়াদে কত শতাংশ সুদ পাবেন?

৭.৭৫% সুদের হার মিলবে,ইতি মধ্যেই কানাড়া ব্যাংক কর্তৃপক্ষের তরফ থেকে জানিয়েছেন ২ কোটি টাকার কম আমানতে সুদের হার বাড়ানো হয়েছে।জানুয়ারি মাস থেকে কার্যকর করা হয়েছে এই নতুন রেট । গত ১৮ই জানুয়ারি থেকেই কার্যকর হয়েছে। ৪০০ দিনের FD স্কিমে বিনিয়োগ করলে বার্ষিক ৭.৭৫% সুদের হার পাবেন।প্রবীণরা ১৫ লাখ টাকার উপরে নন-কলেবেল ডিপোজিটের উপরেই এই সুদ পাবেন। সাধারণ মানুষ ৭.৪৫% সুদ পাবেন।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছেন গ্রাহকেরা ৬৬৬ দিনের জন্য স্থায়ী আমানতের উপর ৭% সুদ পাবেন।একই ভাবে ৭.৫% সুদ পাবেন প্রবীণ নাগরিকরা ।এর বাইরেও FD তে ২ বছরের বেশি ৩ বছরের কম সময়ের জন্য বিনিয়োগ করলে পাবে ৬.৮% সুদ।এখানে প্রবীণ নাগরিকেরা পাবেন ৭.৩% হাড়ে সুদ। ৩ বছরের বেশি ৫ বছরের কম সময়ের জন্য বিনিয়োগ করলে পাবেন ৬.৫% হারে সুদ।

রেপো রেট বৃদ্ধি হচ্ছে?

ফেব্রুয়ারীতে রিজার্ভ ব্যাংকের মনিটারি পলিসি কমিটির বৈঠক হয়েছে এতে কেন্দ্রীয় ব্যাংকগুলি রেপো রেট বাড়ানোর কথা বলা হয়েছে। আপনি যদি এই ব্যাংকে বিনিয়োগ সম্পর্কিত বিষয়ে আরো বিশদে তথ্য পেতে চান তাহলে নিকটবর্তী কানাড়া ব্যাংকে গিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

আমাদের Whatsapp গ্রুপJoin Now
আমাদের Telegram গ্রুপJoin Now


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top