Make In India Jobs : মেক ইন ইন্ডিয়া প্রকল্পে কর্মী নিয়োগ

Make In India Jobs
Make In India Jobs

Make In India Jobs : বন্ধুরাwww.apnajobhire.inএ আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন ক্ষেত্র থেকে গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে হাজির হয় । আজ আপনাদের জন্য একটি চাকরি সংক্রান্ত খবরের তথ্য নিয়ে হাজির হলাম ।

আমাদের Whatsapp গ্রুপJoin Now
আমাদের Telegram গ্রুপJoin Now

BEL এর তরফে ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্প-এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে । ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্প বিভিন্ন শূন্যপদে নিয়োগের করা হবে। কারা এই আবেদন করতে পারবে? আবেদন করতে পারবে ভারতের যেকোনো নাগরিক । এছাড়া পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আপনি এই শূন্যপদ গুলিতে আবেদন করতে পারবেন।‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পতে চাকরির জন্য আবেদন করতে চাইলে জেনে নিন আবেদন পদ্ধতি। শিক্ষাগত যোগ্যতা ও বেতন সহ আরও নানান তথ্য জেনে নিন।

পদের নাম-

Trainee Engineer

শিক্ষাগত যোগ্যতা-

ভারতের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে B.E/B.Tech/B.Sc কিংবা এর সমান বিষয়ে ৪ বছরের একটি ডিগ্রি কোর্সের সার্টিফিকেট থাকলে সেই প্রার্থী এই পদের জন্য আবেদন করতে পারবে।

মোট শুন্যপদ-

মোট শূন্যপদ হল ১০১টি। (UR-৪৫টি, EWS-২৫টি,SC-৯টি,ST-৯টি,OBC-১৩টি)।

বয়স সীমা-

আবেদনকারীর ২৮ বছর বয়স হতে হবে।

মাসিক বেতন-

মাসিক বেতন পাবে ৩০,০০০ টাকা থেকে ৪০,০০০ টাকা।

পদের নাম-

Project Engineer

শিক্ষাগত যোগ্যতা-

ভারতের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে B.E/B.Tech/B.Sc কিংবা এর সমান বিষয়ে ৪ বছরের একটি ডিগ্রি কোর্সের সার্টিফিকেট থাকতে হবে এবং ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে থাকতে হবে তবেই সেই প্রার্থী এই পদের জন্য আবেদন করতে পারবে।

মোট শুন্যপদ-

মোট শূন্যপদ হল ৩২৭টি। (UR-১৩২টি, EWS-৩৩টি,SC-৪৯টি,ST-২৫টি,OBC-৮৮টি)।

বয়স সীমা-

আবেদনকারীর ৩২ বছর বয়স হতে হবে।

মাসিক বেতন-

মাসিক বেতন পাবে ৪০,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকা।

আবেদন পদ্ধতিঃ-

যারা যারা আবেদন করতে চান আবেদন পদ্ধতিটি জেনে নিন। ইচ্ছুক প্রার্থীরা এই পদের জন্য অনলাইনে আবেদন করতে পারবন। আবেদন করার জন্য সংস্থার নিজের ওয়েব সাইটে যান। ওয়েব সাইটটি হল https:/jobapply.in/bel2023maybng/ এখানে গিয়ে উপযুক্ত বিকল্প বেছে নিয়ে আবেদন এর কাজ শুরু করতে হবে।আবেদন করা হয়ে গেলে প্রাপ্ত শংসাপত্র নিজের কাছে রেখে দিতে হবে।

নিয়োগ পদ্ধতিঃ-

ইন্টারভিউ এর শর্ট লিস্টেড করবার জন্য লিখিত পরিক্ষা দিতে হবে আবেদনকারীদের। এই লিখিত পরিক্ষাটি হবে ৮৫ নম্বর এর এছাড়া ইনটারভিউ এ থাকবে ১৫ নম্বর।

আবেদন ফিঃ-

Trainee Engineer প্রার্থীদের ১৫০/- টাকা+১৮% GST, Project Enineer প্রার্থীদের ৪০০/- টাকা+১৮% টাকা GST ফি লাগবে।

আবেদনএর শেষ তারিখঃ-

অবেদন এর শেষ তারিখ হল ১৮মে ২০২৩।

অফিসিয়াল ওয়েবসাইটClick Here
অফিসিয়াল বিজ্ঞপ্তিClick Here
অনলাইন আবেদনApply Now
আমাদের Whatsapp গ্রুপJoin Now
আমাদের Telegram গ্রুপJoin Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top